IP পরিবর্তন করবো কিভাবে? সফটওয়্যার ছাড়াই আইপি পরিবর্তন করুন মাত্র ৩০ সেকেণ্ডে…বোনাসবিডি



IP এর পূর্ণরুপ হচ্ছে Internet Protocal. বিভিন্ন প্রয়োজনে আমাদের IP পরিবর্তনের প্রয়োজন হয়। গুগলে সার্চ করলে IP পরিবর্তনের বিভিন্ন টিপস এবং ট্রিকস পাওয়া যায় কিন্তু সেগুলো বেশ কষ্টসাধ্য এবং ঝামেলা যুক্ত

তাহলে IP(আইপি) পরিবর্তনের সহজ উপায় কি?

 

পদ্ধতিঃ প্রথমে Firefox Browser ওপেন করে Zenmate add on টি খুজে বের করুন তার পর Install করুন

যদি খুজে বের করতে না পারেন তাহালে নিচের পদ্ধতি অনুসরণ করুন 

 

১)প্রথমে গুগলে এ Zenmate লিখে search করুন

)ZenMate for Firefox - The only VPN Add-on for Mozilla! লিংকে ক্লিক করে প্রবেশ করুন 

) update  ক্লিক করুন

) Install করুন

৫) Firefox Browser ওপেন করুন

৬) Firefox Browser এর ডান দিকে সবুজ রঙের চিহ্ন দেখতে পারবেন। তাতে মাউস পয়েন্ট রাখলে Zenmate লিখা দেখতে পারবেন। তার চিহ্নটিতে ক্লিক করুন।

৭) স্ক্রল করে নিচে নেমে change location এ ক্লিক করুন
1.   United States
2.   Romania
3.   Germany
4.   Hong Kong
5.   Singapore
6.   United States west
7.   Switzerland
8.   France
9.   United Kingdom
          10)Canada

এই দশটি দেশ দেখতে পারবেন যে দেশের আইপি প্রয়োজন তার উপরে ক্লিক করুন  তাহলে এর  চিন্তাকি হয়ে গেল আইপি পরিবর্তন।
আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্ট করবেন। আমরা আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। এই পোষ্টটি আপনাদের কোন উপকারে লাগলে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।